Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমি দুঃখিত’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৯:৩৯ এএম

কাউকে হাজার বার বলতে হলো সরি, আমি ভুল করেছি। আমি দুঃখিত।
কাউকে আবার পাঁচ শত বার কাগজে লিখতে হলো ভুল হয়েছে, আর এমন ভুল করবো না।
নিষেধাজ্ঞা ভেঙ্গে ঘরের বাইরে আড্ডারত যুবকদের এমন সাজা দিয়েছে পুলিশ।
সোমবার নগরীর সিআরবি এলাকায় বেশ কয়েকজনকে আটকের পর তারা রাস্তায় বের হওয়ার কোন কারণ দেখাতে না পারায় মিলে সাজা ।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে চট্টগ্রামে। অহেতুক বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হতে বারবার প্রচারণা এবং পুলিশি টইলও মানছে না অতিউৎসাহীরা।
নগরীর অলিগলি এবং পাড়া-মহল্লা সড়কে বেশিরভাগ কিশোর-যুবকরা আড্ডা দিচ্ছে।
সোমবার বিকেলে নগরীর সিআরবি এলাকায় পুলিশ টহল দেওয়া সময় দেখে সেখানে আড্ডা এবং অহেতুক ঘোরাঘুরি করছে কিছু কিশোর ও যুবক । তাদের প্রত্যেককে বাসা থেকে বের হওয়ার কারণ জানতে চায় পুলিশ।
কয়েকজন কারণ জানতে পারলেও বেশিরভাগ অযথা বের হয়েছে এবং উপযুক্ত কোন ব্যাখ্যা দিতে পারেনি পুলিশকে।

সিএমপির কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবলে চাকমা বলেন, তাদের প্রত্যেকের কাছে বাসা থেকে বের হওয়ার কারণ জানতে চাই। সেখানে কয়েকজন তাদের সমস্যা এবং প্রয়োজনীয় কারণ ব্যাখ্যা করে। আমরা তাদের ছেড়ে দিয়েছি। বাকি ১৫-২০ জন কোন উপযুক্ত কারণ জানতে পারেননি। তারা অযথা ঘোরাঘুরি করতে বের হয়েছে।

তাদের মধ্যে যারা লিখতে পারে তাদের কাগজে ৫০০ বার লিখতে দিয়েছিলাম, ‘আমি দুঃখিত, অহেতুক বাসা হতে বের হব না’। আর যারা লিখতে পারে না তাদের ১ হাজার বার বলতে হয়েছে ‘আমি ভুল করেছি, আর আসব না’। এরপর তাদের ছেড়ে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ