মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফ্রিকান ইউনিয়নে (এইউ) যোগ দেওয়ার ইচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মরক্কো। ওই সংস্থাটি ত্যাগ করার দীর্ঘ ৩২ বছর পর পুনরায় দেশটি তাতে যোগ দিতে চাইছে। বিবিসি বলছে, রুয়ান্ডায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মেদ বলেন, প্রাতিষ্ঠানিক পরিবারে পুনরায় নিজের স্থান নেওয়ার সময় এসেছে তার দেশের। পশ্চিম সাহারার স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়ায় ১৯৮৪ সালে এইউ ত্যাগ করেছিল মরক্কো। মরক্কো পশ্চিম সাহারাকে নিজেদের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিসেবে বর্ণনা করে থাকে। এরপর থেকে তিন দশকেরও বেশি সময় মরক্কো ওই সংস্থার অংশ হতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। এই বিতর্কের জেরে গেল মার্চে দেশটি জাতিসংঘের শান্তি মিশনে থাকা সেনাদের ফিরিয়ে নেওয়ার হুমকিও দেয়। কিন্তু মরক্কোর কর্তৃপক্ষ বুঝতে পারছে, বিশ্ব সংস্থাগুলো থেকে নিজেদের সরিয়ে নিলে তা পশ্চিম সাহারাসহ অন্যান্য বিষয়ে কূটনৈতিক ক্ষেত্রে ফলদায়ক হবে না। মরক্কো রুয়ান্ডার রাজধানী কিগালিতে এইউ-এর শীর্ষ সম্মেলনে আফ্রিকার নেতাদের সঙ্গে দেনদরবার করার জন্য একটি বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে। বর্তমানে মরক্কোই আফ্রিকার একমাত্র দেশ যে দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।