Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে চিকিৎসক পুলিশসহ চারজন নতুন করে করোনায় আক্রান্ত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৬:১৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এবার একজন চিকিৎসক,একজন স্বাস্থ্যকর্মী ও একজন পুলিশ সদস্যসহ চারজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৪৬জনে। করোনায় নতুন আক্রান্ত এ চারজনের মধ্যে দু’জন হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। বাকী অপর দু’জনের একজন হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্য(এএসআই) এবং অন্যআরেকজন হচ্ছে মালঞ্চ এলাকার যার বয়স হচ্ছে ৬৫বছর। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন আজ সোমবার(২০এপ্রিল) এতথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত চারজনের মধ্যে স্বাস্থ্যকর্মী জিনজিরা ২০ শয্যা হাসপাতালে এবং মডেল থানার পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দু’জনের মধ্যে মালঞ্চ এলাকার রোগীকে রাতে কুর্মিটোলা অথবা কৈয়ত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হবে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তিনি তার বাসায়ই অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ