Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মুন্সীগঞ্জে করোনা পরিস্থিতির অবনতির আশংকা, ৭৫টি আইসোলেসন ইউনিট প্রস্তুত

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৩:৩২ পিএম

মুন্সীগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি হবার আশংকা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবার জন্য এখনই ডাক্তার এবং নার্সদের প্রশিক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখানে দিন দিন বৃদ্বি পাচ্ছে। নমুনা পরীক্ষায় জেলায় শতকরা ১৭.৫ ভাগ আক্রান্ত হবার তথ্য পাওয়া যাচ্ছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৫ জনের। করোনার উপসর্গ জ্বর,সর্দি ঠান্ডা,কাশি নিয়ে আরো কয়েকজনের মৃত্য হয়েছে। মুন্সীগঞ্জ জেলা নারায়নগঞ্জের সীমান্তবর্তী হওয়ায় এবং ব্যবসা বানিজ্য সর্ম্পক থাকায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন শুরু থেকে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় । তারপরর এখানকার অধিকাংশ রোগী সেখানকার রোগীদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়ে মারা যায়। করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত অনেক রুগি তথ্য গোপন করে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছ্ ে। জেলায় আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে ঢাকার চাপ আরো বৃদ্বি পাবে। জেলায় এখন পর্যাপ্ত সস্পূর্ণ সুযোগ সুবিধা সম্ভলিত আইসোলেসন ইউনিট তৈরী করা যায়নি।। জেলার ৬টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৭৫টি আইসোলেসন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ