বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁয় ঢাকা ফেরত মাহাবুব আলম (৬০) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির রিপোর্ট নিগেটিভ এসেছে। নওগাঁর সিভিল সার্জন ডা: আক্তারুজ্জামান রবিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আরও বলেন, গত ১৫ এপ্রিল মাহাবুব আলম (৬০) ঢাকা থেকে নওগাঁ শহরের চকদেব জনকল্যান পাড়ায় তার নিজ বাড়িতে আসেন। তারপর থেকে তিনি জ্বর-সর্দি ও শ^াসকষ্টতে ভুগছিলেন। পরে বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকেলে তাঁর শরীর থেকে নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু শুক্রবার ভোররাতে তার নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। তার নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। এরপর রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় রিপোর্ট আমাদের হাতে আসে। রিপোর্টে করোনা নেগেটিভ আছে বলে জানান তিনি।
এ ঘটনায় জেলায় জনসাধারণের মনে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে জেলায় এখনো পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।