Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল ফেরত ব্যক্তির মৃত্যু, দাফন কাজে পুলিশ ও স্বাস্থ্যকর্মী

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১:৫২ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়াডের রঘুরায় মাস্টার পাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান ঐ ব্যাক্তি । দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ আলী সরদার এ তথ্য জানিয়েছেন।
চেয়ারম্যান বলেন, 'করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী দাফনে অংশ নেয়নি। পরে থানা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সোমবার সকালে মৃতের দাফন সম্পন্ন করা হয়।
চেয়ারম্যান জানান, এক সপ্তাহ আগে ঐ ব্যাক্তি টাঙ্গাইল থেকে বাড়িতে ফিরে আসেন। সে সময় তার শরীরে জ্বর ছিল। পরে তার বাড়ি লকডাউন করে তার পরিবারের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়। এর মধ্যে তার কাশি ও গলা ব্যথাও দেখা দেয়। এক সপ্তাহ রোগে ভুগে সে রোববার রাতে মারা যায়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার জানান, মৃত ব্যাক্তি ও তার পরিবারের দুই সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল হাতে পেলে জানা যাবে মৃত ব্যাক্তি ও তার পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত কিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ