বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় কর্মহীন হয়ে পড়া কুমিল্লার মেঘনা উপজেলার ২০৭৩টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা মেঘনাবাসী’। সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা ১১-১২ এপ্রিল রাতের আঁধারে চরাঞ্চলের নিরন্ন মানুষের দুয়ারে পৌঁছে দেন এসব সামগ্রী। এর আগে ‘মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ড’ গঠন করা হয়। এ তহবিল গঠনে এলাকার দেশ-বিদেশে অবস্থানকারী স্বচ্ছল সকল শ্রেণীপেশার মানুষ অংশ নেন। সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম, পুলিশের অতিরিক্ত ডি আই জি গাজী মোজাম্মেল হক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ তহবিল গঠনে যুক্ত ছিলেন। কর্মসূচি সফলে মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, দুই ভাইস চেয়ারম্যান, ইউএনও এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন। মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ডের সমন্বয়ক ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নিবার্হী মোহাম্মদ নূরুজ্জামান বলেন, মানুষ মানুষের জন্য-এই শ্লোগানকে প্রতিপাদ্য করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা মেঘনাবাসী’ কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে সবাই এ তহবিলে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।