বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফে বন্দুকযুদ্ধে জাফর আলম নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। এঘটনায় দুই বিজিবি সদস্য হয় এবং ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র, বুলেট ও কিরিচ উদ্ধার করা হয়। নিহত গফুর আলম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার শহর মুল্লুকের ছেলে। গতকাল রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দল গোলার চরে টহলে যায়, কিছুক্ষণ পর ৩-৪ জন লোক বস্তা বোঝাই একটি নৌকা নিয়ে ভিড়লে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নায়েক আবুল হোসেন, সিপাহী আতিক হোসেন আহত হয়।
এব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, তদন্ত স্বাপেক্ষে অবৈধ মাদক কারবারে সম্পৃক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।