Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে আরো ৩ করোনা রোগী শনাক্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৮:৫২ পিএম

আড়াইহাজার উপজেলায় বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। রোববার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টিতে নতুন করে আরো  ৩ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন জানান, ৩ দিন আগে আমরা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছিলাম। এর মধ্যে  রোববার রাতে ৩ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্য দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

তিনি আরো জানান, নতুন করে আক্রান্ত  হওয়ার মধ্যে আগে আক্রান্ত  হওয়া ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী ও মা রয়েছেন। অপর জন প্রতিবেশী ব্যবসায়ী। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা সকলকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ