Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাণীর জন্মদিনের অনুষ্ঠান বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

মহামারী করোনাভাইরাসে যেসব দেশ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তার মধ্যে য্ক্তুরাজ্য অন্যতম। গত শনিবার ৮৮৮ জন মারা যাওয়ায় দেশটি শীর্ষ ছয়ে অবস্থান করছে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ। দেশের এমন কঠিন পরিস্থিতিতে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করে। খবরে বলা হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথ তার ৯৪তম জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।এমনকি তার জন্মদিনে সশস্ত্র সালাম দেয়ার বিষয়ে নিষেধ করেছেন। রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম জন্মদিনের অনুষ্ঠান বাতিল। উল্লেখ্য, ব্রিটেন গত ৪ সপ্তাহ ধরে করোনাভাইরাসের কারণে সম্পূর্ণ লকডাউন অবস্থায় রয়েছে। রাজপরিবারের কয়েক সদস্যও হোম কোয়ারেন্টিনে আছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাণী-জন্মদিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ