বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪২জনে। এ পাঁচজনের মধ্যে একজনের বাসা জিনজিরা ইউনিয়নের হুক্কাপট্রি এলকায়। তার বয়স আনুমানিক ৩২বছর। অন্যজনের বাড়ি একই ইউনিয়নের জিনজিরা মডেল টাউনে। তার বয়স আনুমানিক ৪২বছর। অন্যআরেকজনের বাড়ি একই ইউনিয়নের কসাইভিটা এলাকায়। তার আনুমানিক বয়স ৩৮বছর। অপর দিকে পাঁচজনের মধ্যে বাকী দু’জন হচ্ছে আগানগর ইউনিয়নের ইস্পাহানী এলাকার বাসিন্দা। তাদের একজনের বয়স আনুমানিক ৫৬বছর এবং অন্যজনের বয়স আনুমানিক ৭০বছর। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন এতথ্যটি আজ রোববার(১৯এপ্রিল) সন্ধ্যা ৬টায় নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,এপর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫-৬জন যারা অসহায় মানুষদের ত্রান দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। গত শনিবারও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছিল। এভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগী শনাক্ত হওয়ায় সাধারন মানুষের মাঝে এখন চরম আতংক দেখা দিয়েছে। তবে বিভিন্ন ইউনিয়নের ওলি-গলি ও পাড়া মহল্লায় এখনো যুবক শ্রেনীসহ বিভিন্ন বয়সের মানুষের আড্ডা জটলা কমেনি। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা নিয়মিতভাবে সাধারন মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে যদি সাধারন মানুষ সচেতন না হয় তাহলে এর করুন পরিনতি তাদেরকেই ভোগ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।