বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন হতদরিদ্র, দিনমজুর, বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনে করেছে বিএনপি। আজ রোববার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার কলেজ রোড এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম জানান, করোনা দুর্যোগকালীন সময়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫ শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের বাড়িতে ওয়ার্ড কমিটির মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভ’ইয়া, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ সাগর, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ হাছানুজ্জামান তরুন, সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।