Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে বিধবা নারীর জন্য চাল নিয়ে এগিয়ে এলেন চেয়ারম্যান

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৩:১৮ পিএম

গফরগাঁও উপজেলায় আজ রোববার (১৯এপ্রিল) থেকে ধারাবারিক ভাবে করোনাভাইরাসের জন্য সামাজিক দুরুত্ব বজায় রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্দেশে অসহায় গরিব-দুঃখী বিধবা মহিলাদের ভি,জি,ডি চাল ১শত ৮০জনের জন্য নিয়ে এগিয়ে এলেন ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান (মাসুদ)। প্রতিজনকে ৩০ কেজি করে ভিজিডি চাল দেয়া হয়েছে। এসময় ইউপি সদস্য , আঃলীগ ,যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ,শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান (মাসুদ) জানান, গফরগাঁও উপজেলার মধ্যে বৃহত্তর ৩নং চরআলগী ইউনিয়ন বিশাল বড় এলাকা। এ ইউনিয়নের বেশীর ভাগ জনসাধারণ কৃষক। বর্তমান পরিস্থিতিতে কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে না পেয়ে তারা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। উল্লেখিত ইউনিয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের মাধ্যমে সদুবিহীণ ঝণ (লোন) দেয়া দরকার। গফরগাঁও উপজেলার মধ্যে ৩নং চরআলগী ইউনিয়নে সবচেয়ে বেশী ধান , শাকসবজীসহ নানান ধরনের ফসল বেশী উৎপাদন হতো। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমাদের চেয়ারম্যান মাসুদ সাহেব প্রতিনিয়তই সাহায্য সহযোগিতা করে যাচ্ছে । তা না হলে আমাদের ছেলে-মেয়েরা না খেয়ে থাকতে হতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ