Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভাবী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছে টাঙ্গাইল বিএনপি

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৩:১৪ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের দিনমজুর ও হত-দরিদ্রের উপার্জন। এ পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি টাঙ্গাইল শহরের নতুন বাসটার্মিনাল মিল্ক ভিটায় ১নং ওর্য়াডের অভাবী মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির নেতারা।
টাঙ্গাইল জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে ও ১নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শেরেকুলের সার্বিক সহযোগিতায় রবিবার (১৯ এপ্রিল) সকালে শতাধিক কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়।
অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিএনপির নেতা কর্মিরা থাকবে। টাঙ্গাইল জেলা বিএনপি এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং পরিহস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান করেন তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ আন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ