Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়াদ বেড়েছে তিন মাস কুয়েতে প্রবাসীদের ইকামা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

কুয়েতে অভিবাসীদের ইকামার মেয়াদ তিন মাস বেড়েছে দেশটির সরকার। এতে বাংলাদেশি প্রবাসী কর্মীরাও এ সুবিধা পাবে। দেশটির উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ ১ মার্চ থেকে ৩১ মে মাসের মধ্যে শেষ হচ্ছে, তাদের সবাইকে তিন মাসের জন্য ‘সাময়িক রেসিডেন্সি’ (খুরুজ) সরকারের পক্ষ থেকে দিয়ে দেয়া হয়েছে। দেশটির স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ইস্যুতে জরুরি অবস্থার কারণে এই ব্যবস্থা চালু করেছেন বলে জানিয়েছেন কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও ছুটিতে যে সকল প্রবাসীরা তাদের নিজ নিজ দেশে অবস্থান করছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য কুয়েত সরকার অনলাইনে ইকামা নবায়ন করার পদ্ধতি চালু করেছে। যাদের ইকামা ৬ মাস অতিক্রম করেছে তাদের সবার ইকামার ৩ মাসের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে, যতদিন জরুরি অবস্থা চলবে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ