Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আটকা পড়েছে খুকৃবির ১১ বিদেশি শিক্ষার্থী

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনাভাইরাসের প্রতিরোধে লকডাউনের কারণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ বিদেশি শিক্ষার্থী আটকা পড়েছে। সকলেই পার্শ্ববর্তী দেশ নেপালের বাসিন্দা। তারা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সেশনে ভর্তি হয়েছেন। ছুটি হওয়ার পর নানা জটিলতার কারণে দেশে ফিরতে পারেনি তারা। এদিকে শিক্ষার্থীদের কাছে গচ্ছিত টাকা প্রায় শেষ পর্যায়ে। যার ফলে খুব দ্রুত খাবার ও চিকিৎসা সঙ্কটে পড়ার শঙ্কায় রয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে নেপালের ১১ শিক্ষার্থী ভর্তি হয়। এদের মধ্যে ভেটেনারি অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সাইন্স বিভাগে ৭ জন এবং এগ্রিকালচার বিভাগে ৪ জন শিক্ষার্থী ভর্তি হন। প্রাথমিকভাবে করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অল্প দিনের ছুটি দেয়ার পর শিক্ষার্থীরা নেপালে না ফিরে নগরীর দেয়ানা ও বয়রার দু’টি হোস্টেলে অবস্থান করেন। কিন্তু এরপরই বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় তারা আর দেশে না ফিরে বর্তমানে হোস্টেলে আটকা পড়েছেন।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিদেশি শিক্ষার্থীদের সকল ধরণের সেবা দেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ