Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে সেনাবাহিনীর করোনা জীবাণুনাশক বুথ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৮:২৮ পিএম

যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে ‘করোনা জীবাণুনাশক বুথ’ নির্মাণ করা হয়েছে। পথচারীদের করোনা সংক্রমণরোধে এই বুথ তৈরি করা হয়েছে। শনিবার বুথটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। পথচারীরা বুথের মধ্যদিয়ে গেলেই জীবাণুনাশক ছিটিয়ে তাকে জীবাণুমুক্ত করা হচ্ছে। নন্দিত এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, করোনা জীবাণুনাশক বুথটি লোহার পাত দিয়ে তৈরি। বুথের চারিপাশে করোনার বিভিন্ন সতর্কবার্তা ব্যানার রয়েছে। ১৫ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া, সাড়ে সাত ফুট উচ্চ বুথটিতে ১২টি করে চারমুখী পাইপ রয়েছে। সেই পাইপের সঙ্গে যুক্ত রয়েছে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক। তাতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মেশানো আছে। এটি করোনার জীবাণুনাশক হিসাবে কাজ করছে। কেউ এই বুথ দিয়ে হেঁটে গেলে বা তিন চাকার গাড়ি-মোটরসাইকেল-রিকসা গেলে জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্ণেল নিয়ামুল হালিম খান জানান, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্ব সংকটে রয়েছে। এ অবস্থায় ভাইরাস থেকে সুরক্ষায় ঘরে বন্দি মানুষ। অনেকেই জরুরি কাজে বাড়ি থেকে বের হচ্ছেন। এতে অনেকেই জীবাণুতে আক্রান্ত হওয়ার শঙ্কাই থাকে। বুথটি তৈরি করা হয়েছে জীবাণুনাশক ছিটিয়ে মানুষকে করোনার কবল থেকে বাঁচাতে। এটি সকাল ৬ থেকে শুরু করে সন্ধ্যা ৬ পর্যন্ত চালু থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, এ বুথের ভিতরে প্রবেশ করলে শরীরে কোন জীবাণু থাকলে সেটা জীবাণুমুক্ত হবে। করোনায় জেলা প্রশাসন জনসাধারণকে নির্দেশনা দিচ্ছে- ঘর থেকে বাহির না হওয়ার। তার পরেও অনেকেই জরুরি কাজে যারা ঘর থেকে শহরে আসছেন। তাদের জন্য এই জীবাণুনাশক বুথ নির্মাণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ