Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রি আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ এএম

পাকিস্তান শুক্রবার বলেছে, ভারতের কাছে যুক্তরাষ্ট্রের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক বিষয় এবং তা এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। মার্কিন পররাষ্ট্র দফতর চলতি সপ্তাহে কংগ্রেসকে জানায় যে আঞ্চলিক হুমকি মোকাবিলার সামর্থ্য ও প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের কাছে ১৫৫ মিলিয়ন ডলারে হারপুন এয়ার-লঞ্চড জাহাজবিধ্বংস ক্ষেপণাস্ত্র ও মার্ক ৫৪ লাইটওয়েট টর্পেডো বিক্রি করা হবে। পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়েশা ফারুকি ইসলামাবাদে মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে ভারতের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক বিষয়। তিনি বলেন, এমন এক সময়ে কারিগরি সহায়তা ও লজিস্টিক সহায়তাসহ এ ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে যখন মহামারি দমনে বিশ্বজুড়ে চেষ্টা চলছে। এটি বিশেষভাবে উদ্বেগজনক। এটি ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে পড়া দক্ষিণ এশিয়াকে আরো অস্থিতিশীল করে তুলবে। ফারুকি আবারো বলেন, ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য অভিযান) পরিচালনা করার খুবই সম্ভাবনা রয়েছে। অথচ পুরো বিশ্ব এখন করোনাভাইরাস দমনে নিয়োজিত। তিনি বলেন, ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ফলে এই অঞ্চল আরো অস্থিতিশীল হতে পারে বলেই আশঙ্কা করছে পাকিস্তান। পাকিস্তান ও ভারতের মধ্যে হাই কমিশন পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাবিষয়ক এক প্রশ্নের জবাবে ফারুকি বলেন, পাকিস্তান সবসময়ই সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চায়। তিনি বলেন, অর্থপূর্ণ সম্পৃক্ততার জন্য ভারতের উচিত হবে পরিবেশ সৃষ্টি করা যাতে জাতিসঙ্ঘ প্রস্তাবের আলোকে কাশ্মির বিরোধের সমাধান হয়। গত বছরের ২৬ ফেব্রুয়ারি বালাকোট সন্ত্রাসী হামলার পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে। পরের দিন পাকিস্তান বদলা নেয় ভারতে হামলা চালিয়ে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরেক দফা বাড়ে। এরপর ভারত গত আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরের স্বায়ত্তশাসন বিলুপ্ত করলে দুই দেশের সম্পর্কে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিটিআই, এসএএম।



 

Show all comments
  • jack ali ১৯ এপ্রিল, ২০২০, ১২:০৩ পিএম says : 0
    May Allah destroy and all his army by corona virus. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ