Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনা মেডিকেলের এক চিকিৎসক করোনা আক্রান্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৬:৫৭ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় ২ জন রোগী শনাক্ত হয়েছে।
শনিবার খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খুমেকের ল্যাব সূত্রে জানা গেছে, আজ শনিবার ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ডা. মাসুদের করোনা পজেটিভ শনাক্ত হয়, বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
খুমেকের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ডা. মাসুদ হাসানের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যথা থাকায় শনিবার ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ডা. মাসুদ কলেজের রেস্ট হাউজে থাকেন। তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়া হবে। করোনা হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ৫/৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গত ১৪ এপ্রিল নগরীর করিমনগর এলাকার আজিজুর রহমানের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ