Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৬:২৮ পিএম

কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, ছয় সপ্তাহের গর্ভবর্তী ওই গৃহবধু শরীরে রক্তক্ষরণ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। শনিবার তিনি মারা যান। তাঁর স্বামী অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ডা. এবিএম আলী হাসান জানিয়েছেন গৃহবধুটি ভর্তির পর সার্জরি হয়েছিল। করোনা উপসর্গ দেখা দেয়ায় তাঁকে হাসপাতালের আইসলিউশনে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, নারীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ