Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

প্রধানমন্ত্রীর দেয়া চাল পেল সোনামসজিদের ১ হাজার শ্রমিক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৫:২৩ পিএম

করোনাভাইরাস কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কর্মহীন খেটে খাওয়া শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড প্রাঙ্গণে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত ১ হাজার শ্রমিকের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া শ্রমিকের দুর্ভোগ লাঘবে এসব চাল বিতরণ করা হয় বলে জানান সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সোনামসজিদ শ্রমিকলীগের সভাপতি সাদেকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সরদারসহ অন্যরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ