Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৫:২২ পিএম

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নাগরিক সচেতনতায় মাঠে নেমেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রথমে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। পরবর্তীতে অনেক জায়গায় লকডাউন শুরু হওয়ার পর থেকে কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রের নির্দেশে তৎপর রয়েছে যুবলীগের নেতাকর্মীরা। আজ পর্যন্ত এ কার্যক্রম চলমান রেখেছে তারা। এদিকে বসে নেই জেলা-মহানগর ও উপজেলার নেতারাও। তারা যার যার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতারা। যুবলীগ সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই যুবলীগের নেতাকমীরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ শুরু করে। এরপর লকডাউন শুরু হওয়ার পর থেকে কর্মহীন মানুষগুলোর পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ায়। একইভাবে যুবলীগের নেতাকর্মীরা করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণের পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে আত্মমানবতার সেবায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা উদ্যোগে ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের কর্মহীন অসহায়-শ্রমজীবি পরিবারের মাঝে শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি ও তেল বিতরণ করেছেন। তিনটি ওয়ার্ডের অসহায় কর্মহীন শতাধিক পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সোয়াবিন তেল ও একটি মুড়ির প্যাকেট দেয়া হয়। বিতরণ কাজে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইব্রাহিম, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আসিফ আহমেদ সৌরভ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, সুইট ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহান মন্ডল। শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আসিফ আহমেদ সৌরভ জানান, কেন্দ্রের নির্দেশে আমরা সাধ্যমতো গরীব-অসহায় দু:খী কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। অনেকেই আছেন যারা লোকলজ্জার ভয়ে খাবার চাইতে পারেন না। আমরা তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। তিনি আরও জানান, সংগঠনের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও রাতের আঁধারে মধ্যবিত্ত পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি। সাধ্যমতো খাবার পৌঁছে দিচ্ছি। বিশিষ্ট ব্যবসায়ী মো: ইব্রাহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সবকিছু বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। সারাদেশে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে খাবার বিতরণ শুরু করেছি। এছাড়া অনেক পরিবার-পরিজন নিয়ে দুই বেলার খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। সংগঠন হিসেবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এ কাজ অব্যাহত থাকবে। মানুষ মানুষের জন্য। আমরা অসহায় এসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বৃত্তবানদের আহ্বান জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ