Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোষ্য প্রাণীদের নিয়ে শাহরুখের উদ্বেগ (ভিডিও সহ)

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৫:২০ পিএম | আপডেট : ৭:০৫ পিএম, ১৮ এপ্রিল, ২০২০

করোনা প্রাদুর্ভাবে দেশে দেশে চলছে লকডাউন। গৃহবন্দি হয়ে অসহায় দিন পার করছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। এ মানুষগুলোর পাশে এসেছেন অনেকেই। তবে অবলা প্রাণীগুলোও তো অসহায় কম নয়! অভুক্ত থেকে খিদের জ্বালায় রাস্তায় এদিক-ওদিক ঘুরঘুর করছে। এবার তাদের জন্যই উদ্বেগ প্রকাশ করলেন শাহরুখ খান

 

পথকুকুররা যাতে অভুক্ত না থাকে, তার জন্যে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শাহরুখ খান। “করোনা ভাইরাসের সঙ্গে গোটা বিশ্ব যখন লড়ে চলেছে, এমন বিপদের দিনে কিন্তু অবলা প্রাণীগুলোকে ভুলে গেলে চলবে না। চলুন পথকুকুরদের সাহায্যেও এগিয়ে আসা যাক”, মন্তব্য কিং খানের।

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে পথকুকুর এবং পরিত্যক্ত পোষ্যদের সাহায্য করার জন্য একটি সংস্থার লিঙ্কও দিয়েছেন।

তিনি অনুরোধ জানিয়ে বলেন, জন্তুদের থেকে করোনা ছড়ানোর কোনও ভয় নেই। তাই দয়া করে সংক্রমণের ভয়ে পোষ্যদের রাস্তার ছেড়ে দিয়ে আসবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ