বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন পেশার কর্মহীন হয়ে পড়াদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। কর্মহীনদেরে মধ্যে ট্রাক, মাইক্রো ও সিএনজি চালক এবং হকাররা রয়েছেন।
শনিবার সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনশতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।
খাদ্যসহায়তা বিরতণপূর্ব সচেতনামূলক বক্তৃতায় ইউএনও আবদুল মালেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশের শ্রমজীবি মানুষ আজ কর্মহীন হয়ে ঘরে রয়েছে। ঘরে থাকার এই সময়টাতে তারা যেন পরিবার নিয়ে খাদ্যাভাবে কষ্ট না করেন সেজন্য সরকার খাদ্যসহায়তা দিচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না। বিশেষ প্রয়োজনে ঘরের বাহির হলেও সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনা ভাইরাসের মহামারি ঠেকানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।