Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ৩০১ জন, মৃত্যু ২৪ : সুস্থ হয়েছেন ৯ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৩:৪৫ পিএম

১৮ এপ্রিল সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩০১ জন। করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ২৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তর সংখ্যা ২১৮ জন, মারা গেছেন ১৩ জন।
তবে রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন, মারা গেছেন ৬ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হেয়ছেন ২৩ জন, মারা গেছেন ৪ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৫ জন, একজন। তবে আড়াইহাজার উপজেরায় ৮ জন ও সোনারগাঁ উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হলেও স্বস্তির বিষয় এখনো সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।
১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে। নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ৭০৬ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৬১ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছেন তারা। এছাড়া নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেএনজি নামক একটি এনজিও। এছাড়া খানপুর তিনশ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে।
করোনাকে মোকাবেলা করতে পুরো দেশের নাভীশ^াস উঠে যাচ্ছে। ক্রমাগত করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দুঃখের বিষয় আক্রান্ত ও মৃতের তালিকায় নারায়ণগঞ্জের নামটি একেবারে উপরের দিকে। করোনা টেস্টের ফলাফল আসতে একটি দেরী হওয়ায় করোনায় পজিটিভ ব্যক্তিদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিকেও স্বাভাবিক দাফনের পরে অনেক সময় জানা যাচ্ছে তার করোনা আক্রান্তের ব্যাপারটি। সে হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটিও জোরালো ভিত্তি ছাড়া দাবি করা যাচ্ছেনা। সেক্ষেত্রে একমাত্র ভরসা করতে হচ্ছে সরকারি সূত্রে পাওয়া তথ্যের উপর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ