Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৩:০৫ পিএম

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে করোনা আক্রান্ত বাড়িসহ আশপাশের লকডাউন হওয়া পরিবারগুলোকে দ্বিতীয় বারের মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের উদ্যোগে চাল, ডাল, তেলসহ একমাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয় এসব পরিবারের সদস্যদের হাতে। খাদ্যসামগ্রী ছাড়াও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়াও শিশুখাদ্য রয়েছে এসব সামগ্রীর মধ্যে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাকির হুসাইন, স্বাস্থ্য সহকারি মোহাম্মদ জোবায়ের হোসেনসহ আরো অনেকে। খাদ্যসামগ্রী পেয়ে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এলিন বিনয়কাঠি ইউনিয়নের ১১০০ কর্মহীন ও দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দেন। তিনি ও তাঁর কয়েকজন কর্মী তালিকা করে বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী দিয়ে আসেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও সাবান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ