Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বোরো ধানে মড়ক

সর্বস্বান্ত শতশত কৃষক : লকডাউনে এ যেন মরার উপর খাড়ার ঘা!

শামসুল হক শারেক, কক্সবাজার থেকে | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ২:৫৬ পিএম

চলতি বোরো মওসুমে বিআর-২৮ ধানের চাষ করে কক্সবাজারে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের যখাযথ তদারকী না থাকা ও আবাহাওয়ার সাথে এ জাতের ধানের মানানসই না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান কৃষকরা।

জানা গেছে, কক্সবাজার জেলায় কৃষি বিভাগের পরামর্শে চলতি বোরো মওসুমে শতশত কৃষক এবার বি আর-২৮ ধানের চাষ করেন। অধিক ফলন ও কম সময়ে ধান পাওয়ার কথা বলায় কৃষকরাও উক্ত জাতের ধান চাষে ধাবিত হয়।

এই জাতের বীজের ফলন নিয়ে পরীক্ষামুলক কোন গবেষনা না করে বীজ বিক্রেতাদের যোগসাজসে সরাসরি কৃষকের মাঝে বীজ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। পাকাধান ঘরে তুলার আগেই জমিতে পোকার আক্রমনের এ দৃশ্য দেখে আশায় বুকবাঁধা কৃষকেরা বলছেন এ যেন তাদের কাছে 'করোনালকডাউনে মরার উপর খাড়ার ঘা'।

খবর নিয়ে জানা গেছে, কক্সবাজার সদর, উখিয়া, রামু, চকরিয়া ও পেকুয়ায় বিস্তীর্ণ ফসল মাঠে এই রোগে ফসল নষ্ট হয়েছে প্রচুর।

কক্সবাজার সদর উপজেলার কাওয়ার পাড়ার মৃত আজম উল্লাহ সিকদারের পুত্র কৃষক আবু ছৈয়দ ও মৃত মোঃ ইদ্রিস মিয়ার পুত্র মুহিবুর রহমান অভিযোগ করে বলেন কৃষি কর্মকর্তার পরামর্শে গত বছর ডিসেম্বরে তারা ৩ কানি জমির জন্য ১হাজার ১৪০ টাকা দিয়ে ৩ বস্তা বীজ ধান বিআর-২৮ ক্রয় করেন। এই বীজ তারা সংগ্রহ করেন শহরের আলীর জাহালস্থ কৃষি বিভাগের গুদাম থেকে।

যথাযথ পরিচর্জায় বীজতলা থেকে শুরু করে দীর্ঘ ৩ মাস ধরে অর্ধ লক্ষটাকা ব্যয়ে অনেক যত্মে ধানের বাম্পার ফলন ঘটায়। করোনা ভাইরাসের কারনে লকডাউনের এ দুর্ভোগেও অধিক ফলন দেখে আশায় বুকবেঁধেছিল এসব কৃষক।

সদরের কুরুশকুল ফকির পাড়ার এডভোকেট সাইফুল্লাহ নুর বলেন এ জাতের ধানের চাষ করে তাঁরও ৫ কানি জমির ধান একেবারে শেষ হয়ে গেছে। মনোপাড়ার আবু ছৈয়দ বলেন খুরুশকুলে অন্তত ৫০ একর জমির ধান গ্যাড়ি পোকায় নষ্ট করেছে।

একইভাবে উখিয়ার রত্মাপালং গয়ালমারা গ্রামের কৃষক জমির আহমদ জানান, তিনি ২ কানি জমি চাষ করেছেন। ভাল ফলন ও হয়েছিল এখন সবই শেষ হয়েগেল। এটি তার মাথায় যেন বাজ পড়েছে।

কৃষকদের এসব অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ক‘দিন ধরে এ ধরনের অভিযোগ আসছে। তিনি বলেন বিআর-২৮ জাতের ধান এক সময়ে ফলন ভাল হতো।

সাম্প্রতিক সময়ে এটি কোন কোন জেলার আবাহাওয়ার সাথে সহনীয় নয়। তাই কক্সবাজারে আগামিতে এ জাতের ধানের চাষ না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হবে বলেও জানান তিনি। একই সাথে তিনি চলমান ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের উপসহ কারী কৃষিকর্মকর্তা মোসতাক আহমদ জানান, বতর্মানে ৫৫,৫৮,৬২,৬৩,৬৭ বিড়ি ধান পরিবেশ বান্ধব হওয়ায় নিরাপদ ফলন হচ্ছে। রত্নাপালং ইউনিয়নের ৩ ব্লকে বর্তমানে ৮৫০ হেঃ চাষাবাদ হয়েছে। ৩-৪ হেক্টরের কাছাকাছি জমিতে ২৮ নং বিড়ি ধান যা পরিবেশ বান্ধব নয় চাষ করেছেন কৃষকরা। ওই ফসলে মড়ক লেগেছে যা দুঃখ জনক।

সাবেক মেম্বার মাহমুদুল হক চৌধুরী বলেন, রত্নাপালং ইউপির গয়ালমারা সহ ১৩পাড়া নিয়ে গঠিত ৩ ব্লকে পাকা ধানে মড়ক লেগে ৩হেঃ মত জমির ৩০ জন চাষা ১ মুঠো ধান ও পাবেনা। ঐ পরিবার গুলো সর্বশান্ত হয়েগেছে। তারা সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ