Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন অমান্য করে মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় জনসমুদ্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ২:১৫ পিএম | আপডেট : ৫:০৩ পিএম, ১৮ এপ্রিল, ২০২০

চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনসারী নামাজে জানাযায় মানুষের ঢল দেখে গেছে। আজ শনিবার সকাল ১০ টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাযার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে।

দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারন মানুষ যোগ দেন। জানাযার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। অন্যান্যের মধ্যে জানাযায় যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর ইসমাইল নূরপুরী, মহাসচিব মাহফুজুল হক,যুগ্ম মহাসচিব মামুনুল হক,মাওলানা জালাল উদ্দিন,আতাউল্লাহ আমিন,কেন্দ্রীয় নেতা মহসিনুল হাসান,জেলার শীর্ষস্থানীয় আলেম মাওলানা সাজিদুর রহমান,মাওলানা মোবারক উল্লাহ, জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজ,সাধারন সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম।

এছাড়াও দেশের নামকারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগন নামাজে জানাযায় যোগদেন। শুক্রবার বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই আলেম। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের আলেম উলামাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জুবায়ের আহমদ আনসারীর বাড়ি নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।



 

Show all comments
  • Shariful islam ১৮ এপ্রিল, ২০২০, ৩:৩৩ পিএম says : 0
    ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলায়হে রাজেয়ুন, আল্লাহ্ যেন তাকে জান্নাত নসীব করেন,আমিন।
    Total Reply(0) Reply
  • শফিকুল ইসলাম ১৮ এপ্রিল, ২০২০, ৩:৩৭ পিএম says : 0
    শরিয়ত বিরোধী নাহলে এবং মানুষের জীবন রক্ষায় সরকারী আদেশ মান্যকরা উচৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ