Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নাচোলে আ’লীগের উদ্যোগে কর্মহীন পেশাজীবীর মাঝে ত্রাণ বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগের উদ্যোগে কর্মহীন বিভিন্ন পেশাজীবী ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমন রোধে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প-কলকারখানা, দোকান-পাট, হাট-বাজার ও গণপরিবহণ বন্ধের কারণে শ্রমজীবী ও পেশাজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। এ পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে নাচোল উপজেলা আওয়ামীলীগ শাখার ত্রাণকমিটির উদ্যোগে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার তালিকাভুক্ত ১ হাজার কর্মহীন ভ্যানচালক, চা বিক্রেতা, দিনমজুর, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী এবং দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ১০ মেট্রিক টন চাউল বিতরণ করা হচ্ছে। এ লক্ষ্যে ১৮ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে নেজামপুর ইউনিয়নের বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকইল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের এ কর্মসূচীর উদ্বোধন করেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও জান্নাতুন নাঈম মুন্নী, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আহাম্মেদ আনোয়ার আল-সহিদ জুয়েল ও সেক্রেটারি আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ