Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে করোনায় আক্রান্ত ৫৭ নার্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১২:৪৯ পিএম

বৈশ্বিক মহামারী করোনায় দেশে এ পর্যন্ত ৩৪ হাসপাতালে ৫৭ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন প্রায় ২৭০ জন।

নার্সদের সংগঠন সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে কর্মরত আছেন ৩১ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত আছেন ২৬ জন। তাছাড়া আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা আরো ২৫০ থেকে ৩০০ নার্স কোয়ারেন্টিনে আছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেলে ৩ জন, স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে ৮ জন,বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে ১ জন,নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজে ১ জন, নেত্রকোনা কালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, ঢাকা শিশু হাসপাতালে ১জন, নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৪ জন,কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গফরগাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, ময়মনসিংহের কালিগাও উপজেলা কমপ্লেক্সে ২জন, কিশোরগঞ্জের করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নরসিংদীর ১০০ বেড সদর হাসপাতালে ২ জন। এদিকে বেসরকারী হাসপাতালে ২৬ জন নার্স আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুরের কেপিজি হাসপাতালে ৩ জন, বারডেম জেনারেল হাসপাতালে ২জন, ইভারকেয়ার হসপিটাল(এপোলো হসপিটালে)১জন, ইউনাইটেড হাসপাতালে ৫জন,পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন,ইনসাফ বারাকায় ৬ জন,ডেল্টা হাসপাতালে ৩ জন, আজগর আলী হাসপাতালে ১ জন,ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডিতে ১ জন, ইমপালস হাসপতালে ২ জন ।দশটি বেসরকারী হাসপাতালে এই ২৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ