Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুব্ধ ট্রাম্প, বললেন কথা কম কাজ বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১২:৩৭ পিএম

বৈশ্বিক মাহামারী করোনায় তছনছ যুক্তরাষ্ট্রে। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়ংকর। শরহটিতে করোনা টেস্ট করার ধারণক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রো কোমোর পাল্টাপাল্টি তর্ক বিতর্ক হয়েছে।

ট্রাম্প লকডাউনের বিরোধীতা করে প্রতিবাদ করার পর দু পক্ষ পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানায়। এক টুইট বার্তায় ট্রাম্প কোমোকে উদ্দেশ্য করে লিখেছেন তাকে কাজ করার পিছনে বেশি সময় ব্যায় করা উচিত অভিযোগ করার চেয়ে। ট্রাম্প বলেন কথা বন্ধ করুন , আমরা হাজার হাজার হাসপাতালের বেড তৈরি করে দিয়েছি, ভেন্টিলেটর দিয়েছি, টেস্টিং প্রক্রিয়ায়ও সহায়তা করেছি। অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে আমরা নিউ ইয়র্কে সবচেয়ে বেশি অর্থ, সরঞ্জাম ও সাহায্য দিয়েছি। কোমো ৪০ হাজার ভেন্টিলেটর চেয়েছিলেন যার মধ্যে আমরা বেশি সংখ্যক দিয়েছি।

ট্রাম্পের করা টুইটের পাল্টা জবাব দিয়েছেন কোমো। টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন আমরা কেউই যথেষ্ট কাজ করিনি। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মার্কিন নৌবাহিনী জাহাজ কমফোর্টের জন্য আপনাকে ধন্যবাদ। তবে শেষ হয়নি। আমাদের আরও অনেক কিছু করার আছে। শুধু আমি যা করেছি তার জন্য আপনাকে ধন্যবাদ বলি এবং আমি এখনই বাইরে আছি। আমি আমার কাজ সম্পন্ন করছি। কোমো আরও বলেন যে মার্কিন সংবিধানের অংশ হিসাবে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া সর্বদা রাজ্য প্রধানদের উপর নির্ভর করে। এ নিয়ে কোন সিদ্ধান্ত দেওয়ার অধিকার ট্রাম্পের নেই।

এরই মধ্যে নিউইয়র্ক শহরটিতে লকডাউনের সময় বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করেছেন মেয়র কোমো। এদিকে এখন পর্যন্ত শহরটিতে ১১ হাজার ৫শরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।



 

Show all comments
  • Md.Akbar Hussain ১৮ এপ্রিল, ২০২০, ৪:৩৯ পিএম says : 0
    যারা মরেছেন তারা অধিকাংশ‌ই আমাদের মত সাধারণ। যাদের হাত মানুষের রক্তে রঞ্জিত তাদের কিছু হয়নি। অত‌এব,হে আল্লাহ সবাইকে বাচাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ