Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কবিরহাটে এক যুবকের করোনা শনাক্ত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১২:২১ পিএম

নারায়নগঞ্জ থেকে আসা এক যুবকের (২০) শরীরের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ওই যুবক নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪এপ্রিল মঙ্গলবার সর্দি, জ্বর নিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ২০ বছর বয়সী ওই যুবক। পরে করোনা উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। শুক্রবার রাতে নমুনা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে ওই রোগীর পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল শনিবার সকালে ওই রোগীর বাড়ী লকডাউন করা হবে। তাকে ২০শয্যা বিশিষ্ট চরআলগী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে নেওয়া হবে। নমুনা সংগ্রহ করা হবে তার পরিবারের সকল সদস্যদের।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, ওই যুবক গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে এসেছে বলে তিনি শুনেছেন। সে ড্যানিশ কারখানায় চাকরি করতো বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ