Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোকেই এগিয়ে রাখছেন নেইমার

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দু’জনই দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন। দু’জনের ঝুলিতেই উঠেছে দু’টি করে শিরোপা। লা লিগা ও কোপা দেল রে শিরোপা দখলে নেন লিওনেল মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পাশাপাশি জাতীয় দলের হয়ে ইউরো জয়ের জন্য অনেকেই এবারের বর্ষসেরার দৌড়ে এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সেটা মেসির ক্লাব সতীর্থ নেইমারের বিচারেও, ‘শিরোপা জয় ব্যালন ডি’অরের দৌড়ে অনেকটা এগিয়ে রাখে। রোনালদো এবার চ্যাম্পিয়ন্সলিগের পাশাপাশি ইউরোও জিতেছে। তাই আমি মনে করি সে ভালো অবস্থানে আছে।’ গেল মৌসুমের শুরুর দিকে হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরও ৪৯ ম্যাচে ৪১ গোল করেন মেসি। আর রিয়ালের হয়ে ৪৮ ম্যাচে ৫১ গোল রোনালদোর। এর পরও কোপা আমেরিকায় যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাতে করে ফাইনালের সেই দুর্ভাগ্য মেসির সঙ্গি না হলে এবারের ব্যালন ডি’অর কোনভাবেই মেসির হাতছাড়া হত না বলেও মনে করেন অনেকে। তবে এখনো তো বছরের প্রায় ৫ মাস বাকি, নৈপূন্য দেখানোর এখনো ঢের সময় পাবেন দু’জনেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদোকেই এগিয়ে রাখছেন নেইমার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ