বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রাখা, বাহিরে অযথা ঘোরাঘুরি করাসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসমূহ পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল, মোঃ রাকিবুল হাসান এবং দেবাশীষ বসাক। এছাড়া উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যগণ।
জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনার বিভিন্ন উপজেলা ও মহানগরীতে ২২ জন ব্যক্তিকে দÐবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ১৫ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় না রাখা, বাহিরে অযথা ঘোরাঘুরি করাসহ বিভিন্ন অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।