Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামের রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে শিশু’র মৃত্যু, বাড়ি লকডাউন

কুড়িগ্রাম চেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:৩৭ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে গভীর রাতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম শিশুটির নমূনা সংগ্রহ করেছেন।
জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চায়না বাজার পাগলার দরগা গ্রামের হবিবর রহমানের জামাতা নারায়নগঞ্জে চাকুরীর সুবাদে তার কন্যা ও সাত মাস বয়সি নাতনী আয়েশা বেগমকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতো। বৃহস্পতিবার গভীর রাতে শিশুটি জ¦র,কাশি নিয়ে মৃত্যু বরণ করে। শিশুটির বাবা নারায়নগঞ্জে কর্মরত থাকায় এবং ওই বাড়িতে যাতায়াত করায় এলাকাবাসী তার মৃত্যুতে করোনার উপসর্গ রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবহিত করেন। পরে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নমূনা সংগ্রহ করেন। এসময় রাজারহাট থানা পুলিশ বাড়িটি লকডাউন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহিনুর রহমান সরদার নমূনা সংগ্রহের সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ