বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক হতে এ তথ্য প্রকাশ করে।
করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে। যুবকের বয়স ২৮ বছর। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,ঢাকায় লকডাউন ঘোষণা করায় গত মার্চ মাসের ২৫ তারিখে ওই যুবক ফেনীর ছাগলনাইয়া নিজ বাড়িতে আসেন। সে কয়েকদিন জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগলে গত ১৪ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে খবর আসে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তিনি ঢাকায় একটি মোবাইল কোম্পানিতে চাকরী করতেন।
এদিকে আজ বিকেলে করোনা আক্রান্ত ব্যক্তিকে তার ছাগলনাইয়ার নিজ বাড়ি থেকে চিকিৎসার জন্য ফেনীর মহিপাল ট্রমা সেন্টারে ৩০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিটে আনা হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। স্বাস্থ্য বিভাগ আরো জানায় আক্রান্ত ব্যক্তির পরিবারের সকল সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য পাঠানো হবে। এ ছাড়াও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কেউ এসেছে কিনা তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের শরীরে জীবণু আছে কিনা পরীক্ষা করা হবে।
ফেনী সিভিল সার্জন ডা.সাজ্জাদ হোসেন জানান, রোগীর শারীরিক অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ ওই এলাকার কিছু ঘর বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকাটি প্রশাসনিক ভাবে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।