Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসময়ে সুখবর ২৪ ঘন্টায় করোনা পজেটিভ নেই সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:১৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সিলেটের কারো কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েনি। যদিও বৃহস্পতিবার সিলেটে একই দিনে ২ জনের করোনাভাইরাস ধরা পড়েছিল। উদ্বেগ উৎকন্ঠাতে কিছুটা প্রশান্তি পেয়েছেন সিলেটের মানুষ। গত ৫ এপ্রিল একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হন সিলেটে প্রথম। চিকিৎসারত অবস্থায় গত বুধবার তিনি মারা যান। আর সেই থেকে সিলেটের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিলো করোনার ভীতি। গত শনিবার হবিগঞ্জে একজন করোনায় আক্রান্ত হন। এরপর রবি ও সোমবার সুনামগঞ্জে একজন করে মোট ২ জন নারীর শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এরপর মঙ্গলবার সিলেটে করোনাভাইরাস পরীক্ষার সকল ফলাফল আসে নেগেটিভ। আর বুধবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আক্রান্ত চিকিৎসক ডা. মঈন উদ্দিন মারা যাওয়ায় সিলেটে ছড়িয়ে করোনার প্রাণঘাতি রূপ। গতকাল বৃহস্পতিবার সকালে যখন সিলেটে নতুন ২ জনের করোনা আক্রান্তের খবর প্রকাশ ঘটলে নতুন করে ধাক্কা আসে সিলেটিদেও মন মগজে। এই দুঃসংবাদের ঠিক ২ ঘণ্টা পর নগরীর উপশহরের এক শিশু করোনার উপসর্গ নিয়ে মারা যায়। এতে মানুষের মাঝে বাড়তেই থাকে করোনার আতঙ্ক। মারা যাওয়া এই শিশুর রিপোর্ট প্রকাশ হবে শনিবার। এদিকে গতকাল রাতে জ্বর, সর্দি-কাশি নিয়ে সিলেট নগরীতে আরেকজনের মৃত্যু হয়েছে। শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। সব মিলিয়ে গতকাল সিলেটে করোনা পজেটিভ ২ জন, উপশহরে এক মেয়ে শিশুর মৃত্যু ও রাতে শহরে করোনার উপসর্গ নিয়ে যাওয়া এক ব্যক্তিকে কেন্দ্র করে মানুষের মধ্যে অসহায়ত্ব দেখা দিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ