বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দুজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সিভিল সার্জন ডা: সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। জয়পুরহাটে এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। করোনা রোগী শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লক ডাউন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাত দশটা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে।
সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান,আক্রান্তরা নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে। তিনি বলেন করোনা টেষ্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে ১৩৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ওই দু’জনের রিপোর্ট পজিটিভ এবং ৮৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।