Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে বাসশ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৩:১৪ পিএম

ঝালকাঠিতে বাসশ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে ৪০০ শ্রমিককে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান রয়েছে। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা এসে তাদের জন্য নির্ধারিত একটি করে ব্যাগ নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্মসম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ও জামাল হোসেন মিঠু উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যসামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ