বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ১৮ বছরের এক যুবক মারা গেছে। সে শ্বাস কষ্ট, গলাব্যথা, জ্বর নিয়ে ১৫ই এপ্রিল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এসময় তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন কর্তব্যরত চিকিৎসক। পরেরদিন ১৬ই এপ্রিল উক্ত যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মুমুর্ষ অবস্থায় তাকে চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার্ড করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
শুক্রবার ভোররাতে উক্ত যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ডাঃ ইফতেখার আহম্মেদ। তিনি জানান, আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ করেছি রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোমকোয়ারাইন্টিন করা হয়েছে এছাড়া দুইটি প্রাইভেট ক্লিনিক হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার ও কেয়ার ডায়াগনোস্টিক সেন্টারকে রোগীর রিপোর্ট আশার আগ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।
এর আগে রাঙামাটিতে আইসোলেশনে থাকা আরো এক ব্যক্তি মারাগেছে। শহরের রূপনগরের বাসিন্দা ৫৫ বছর বয়সী সেই রোগিটি শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই এপ্রিল দিবাগত রাত সোয়া দুইটায় মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।