Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে প্রথম করোনা রোগী শনাক্ত, উপজেলা লকডাউন

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৯:২৬ এএম

পাবনার চাটমোহরে এই প্রথম কোন করোন রোগী শনাক্ত হওয়ার পর প্রশাসন কর্তৃক উপজেলা জুরে লকডাউন করা হয়েছে। মানুষের মনে চরম আতংক আর উৎকন্ঠা বিরাজ করছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের মোঃ রেজাউল করিম মোল্লার ছেলে মোঃ জহুরুল ইসলাম মোল্লা (৩২) ও তার ভাই শাহিন নারায়নগঞ্জ থেকে গত ৭ এপ্রিল রাতের আঁধারে নারায়নগঞ্জ হতে পালিয়ে তার নিজ বাড়িতে আসে। বাড়ি আসার পর সে অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় ১৪ এপ্রিলে তার নমূনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। ১৬ এপ্রিল সন্ধ্যার পর নমুনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। জানা যায় মোঃ জহুরুল ইসলাম মোল্লা নারায়নগঞ্জের চাষারা উপজেলায় টাইলস্ মিস্ত্রীর কাজ করতো। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন এবং মেডিকেল অফিসার রুহুল আমীন ডলারসহ একটি মেডিকেল টিম নিয়ে ওই গ্রামে গিয়েছিলাম। বামনগ্রামের করোনা আক্রান্ত রোগীর অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল। তবে যেহেতু করোনা পজিটিভ আসছে, সেকারণে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে আপাদত বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং আইইডিসিআরকে তার বিষযটি জানানো হয়েছে। তিনি আরো জানান পুরা চাটমোহর উপজেলা রাত ১১.২০ মিনিটে লকডাউন ঘোষনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ