Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর জেলায় ডাক্তার-নার্সসহ করোনা আক্রান্ত শনাক্ত ১৯জন

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৯:২৪ এএম

লক্ষ্মীপুর জেলায় নতুন করে ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্য ১ ডাক্তারসহ নার্স ও হাসপাতালে স্টাফ রয়েছেন ৪ জন। এই নিয়ে জেলায় আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১৯জনে।

আক্রান্ত সনাক্তদের মধ্যে রামগঞ্জে ১৪, কমলনগরে ৩, রামগতি ১ এবং সদর উপজেলায় ১ জন। করোনা আক্রান্তদের মধ্যে রামগতির ১জন ও রামগঞ্জের ১ জন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়,গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৭৯ রিপোর্টের মধ্যে ১৭টি পজেটিভ সহ এ পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছ ১৯জন।
এ পর্যন্ত প্রেরিত ৩৯১টি নমুনার মধ্যে ২০৮ জনের ফলাফল পাওয়া গেছে। ফলাফল পাওয়ার অপেক্ষায় রয়েছে১৮৯টি।

২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০০ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট ৩হাজার ৬শ ৭০জনকে হোম কোয়ানেটাইনে এবং ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় ১জনসহ কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৬৭২ জনকে।
গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ২ জন সহ এপর্যন্ত ৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আইসোলেশনে বর্তমানের ৪ জন ভর্তি রয়েছে।

সিভিল সার্জন আবদুল গাফফার জানান, পজেটিভ সনাক্ত রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সামাজিক দুরত্ব মেনে না চললে এই জেলায় করোনা রুগীর সংখ্যা ক্রমেই বেড়ে যাবে। সবাইকে সরকারী নির্দেশ মেনে চলার আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ