Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে একজনসহ একদিনে আক্রান্ত আরো ১৯ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৯:২২ এএম

চট্টগ্রামে একজনসহ একদিনে ১৯ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে সংক্রমণের এ তথ্য পাওয়া যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১১১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯ টি করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের এক জন, লক্ষ্মীপুর জেলার ১৭ জনের এবং ফেনীর ছাগলনাইয়ার একজনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। বিআইটিআইডিতে এ পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।
এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৭ জন আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই শঙ্কামুক্ত বলে জানান সিভিল সার্জন। এক জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।
এ পর্যন্ত মহানগরীর ১৪টি এলাকায় এবং জেলার ৫টি এলাকায় করোনা সংক্রমণের তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জ থেকে আসা কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হওয়ায় রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।
ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণের পাশাপাশি চট্টগ্রামে সামাজিক সংক্রমণও হচ্ছে। এ অবস্থায় ঘরে থাকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।#র ই সেলিম ১৭এপ্রিল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ