নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রবল আশঙ্কা ছিল, হলও ঠিক তাই। করোনাভাইরাস লকডাউনের জেরে বাতিল হয়ে গেল ফ্রান্সে অনুষ্ঠিত জনপ্রিয় সাইকেল রেস ট্যুর ডি ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই প্রথম বার্ষিক এই সাইকেল রেস বাতিল করতে বাধ্য হলেন উদ্যোক্তারা। প্রাণঘাতি এ ভাইরাসের মহামারীর তোপে দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ফ্রান্স। ১১ মে পর্যন্ত গোটা লকডাউন চলবে বলে ঘোষণা করা হয়েছে। তার পর যে ফ্রান্সে লকডাউন উঠে যাবে, তেমন নিশ্চয়তাও নেই। শুধু লকডাউন নয়, সামাজিক দ‚রত্ব বজায় রাখতে যে কোনও ধরনের জনসমাবেশ বা পাবলিক ইভেন্ট আয়োজনের উপরেও নিষেধাজ্ঞা বাড়িয়ে ১১ জুলাই করা হয়েছে। এই পরিস্থিতি চলতি বছর ‘ট্যুর ডি ফ্রান্স’-এর আয়োজন নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়। ঐতিহ্যবাহী এই রেস চলে একটানা তিন সপ্তাহ। এবার ২৭ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ‘ট্যুর ডি ফ্রান্স’ হবার কথা ছিল। কিন্তু ১১ জুলাইয়ের আগে লোকজনের জমায়েত করা যাবে না। তারপরেও যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এমন সম্ভাবনা খুব কম। তাই রেস একমাস পিছিয়ে দেওয়ার কোনও কারণ খুঁজে পাননি উদ্যোক্তরা। প্রতিযোগিতাই বাতিল করা হয়েছে।
ফ্রান্সে করোনাভাইরাসে এখনও পর্যন্ত প্রায় ১৭ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্ত দেড় লাখেরও বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।