Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

বকেয়া বেতন-ভাতার দাবিতে ফতুল্লা ও সোনারগাঁয়ে সড়ক অবরোধ। আশুলিয়ায় একই দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখে।
গতকাল সকালে সদর উপজেলার ফতুল্লা থানার পোস্ট অফিস চত্বর ও পুলিশ লাইন এলাকায় লকডাউন ভঙ্গ ও করোনা ভয় উপেক্ষা করে হামিদ ফ্যাশন ও টি এস স্পোর্টস লিমিটেড নামের দুইটি পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নেয়।
এসময় তারা রাস্তায় ইটের স্তুপ, সিমেন্টের পিলার ফেলে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে। শ্রমিকরা এই সড়কে দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
হামিদ ফ্যাশনের শ্রমিকদের দাবি, শতভাগ রফতানিমুখী এই পোশাক কারখানাটি একজন প্রতিমন্ত্রীর মালিকানায় পরিচালিত হচ্ছে।
টি এস স্পোর্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, করোনাভাইরাস সংক্রমণ ইস্যুতে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করেই ৩০ মার্চ কারখানার গেটে লে অফ নোটিশ সাঁটিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেন।
এদিকে, একই সময়ে সোনারগাঁ উপজেলার ত্রিবরদি এলাকায় ইউবামিট নামে একটি পোশাক কারখানায় চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা। সেখানেও পরবর্তীতে শ্রমিকরা পুলিশের আশ্বাসে তাদের অবরোধ তুলে নেন।
স্টাফ রিপোর্টার, সাভার জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারের আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল আশুলিয়ার টেংগুরী পুকুরপাড় এলাকার গেøারিয়াস ড্রেস লিমিটেড, কলতাসূতী এলাকার ফ্রাউলেন ফ্যাশন লিমিটেড, কুটুরিয়া এলাকার জেড এ এ্যাপারেলস, টপগ্রেড ওয়াশিং লিমিটেড, পূর্ব নরসিংহপুর এলাকার আদিয়াত এ্যাপারেলস লিমিটেড, নরশিংহপুর এলাকার ক্যাথে এপ্যারেলস লিমিটেড ও খেজুরবাগান এলাকার ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যে ক্যাথে এ্যাপ্যারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানায়, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেকেয়া বেতন-ভাতা দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছে। এর মধ্যে আবার করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আন্দোলন করতে বাধ্য হচ্ছি।
গামের্ন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ক্যাথে এ্যাপ্যারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করলে শিল্প পুলিশ মিছিলে হামলা করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ