মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতকে করোনা ভাইরাস মোকাবিলায় র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট সহ মোট ৬ লাখ ৫০ হাজার কিট পাঠিয়েছে চীন, এমনটাই জানিয়েছে চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি। জানা গেছে, গতকাল সকালে গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে পাঠানো হয়েছে মেডিক্যাল কিট। দুই মিলিয়নের বেশি টেস্ট কিট আগামি ১৫ দিনে ভারতকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। বিক্রম মিশ্রি ট্যুইট করে জানিয়েছেন, ‘র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট সহ মোট ৬৫০০০০ কিট ভারতকে পাঠাচ্ছে চীন, এদিন গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে পাঠানো শুরু হয়েছে।’ দু’মাস বন্ধ থাকার পরে করোনার থাবা কাটিয়ে একে একে খুলতে শুরু করেছে চীনের কারখানাগুলো। তবে বর্তমান পরিস্থিতিতে চীন মেডিক্যাল সামগ্রী তৈরিতে ব্যস্ত। বিশেষভাবে গোটা বিশ্ব সহ ভারতকে ভেন্টিলেটর, পিপিই কিট সরবরাহ করবে চীন। সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলো এগুলোর জন্য আবেদন জানিয়েছে। জানা গিয়েছে, প্রথম দুটি ধাপে মেডিক্যাল কিট ভারতকে পাঠানো রয়েছে। মূলত ভারতের লকডাউনে করোনা হটস্পটগুলিতে টেস্ট করতে এইগুলি পাঠানো হয়েছিল। ভারতে ২১ দিনের শেষে ফের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে লকডাউনের। মেয়াদ বৃদ্ধি হয়েছে ৩ মে অবধি। গতকাল সকালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৩৮০ জন এবং মৃত ৪১৪ জন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মিশ্রি ভারতীয় এম্ব্যাসিকে জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি ভারতে ঠিকমতন পৌঁছচ্ছে কিনা তা দেখভাল করার জন্য। মঙ্গলবার বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, ভারতের তরফে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১৫ মিলিয়ন পিপিই কিটের অর্ডারের পাশাপাশি করোনা ৩ মিলিয়ন টেস্টিং কিট চীনকে অর্ডার করা হয়েছিল। সেই অর্ডারগুলি চীন সরকারের সঙ্গে আলোচনার পরে গুরুত্বপূর্ণ ফার্মগুলিকে দেয়া হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসের সীমানা বেড়েছে তাই বেড়েছে চীনের মেডিক্যাল ইক্যুইপমেন্টের চাহিদা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সরকার অর্ডার মেনে প্রয়োজনীয় জিনিসগুলি রফতানি করবে। তবে সব দেশ তাদের ইচ্ছে মতন কোম্পানিকে বেছে নিতে পারবেন বলেও জানা গিয়েছে। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।