Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যুত্থান চেষ্টাকারীদের মৃত্যুদন্ড নিয়ে আলোচনা হতে পারে : এরদোগান

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সেনাবাহিনী আমাদের, আমি প্রধান কমান্ডার
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশটিতে অভ্যুত্থান-চেষ্টাকারী সেনাসদস্যদের মৃত্যুদ- দেওয়া যায় কি না সে বিষয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে। স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এরদোগান এমন ইঙ্গিত দেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই সমাবেশে কিছু সমর্থক অভ্যুত্থান-চেষ্টাকারীদের মৃত্যুদ-ের দাবি তোলেন। জবাবে হাস্যোজ্জ্বল ও অনেকটা নির্ভার এরদোগান তাঁদের এ বিষয়ে আশ্বস্ত করেন। এরদোগান বলেন, সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক আলেম ফেতুল্লাহ গুলেনের (যাকে অভ্যুত্থানের উসকানিদাতা মনে করা হয়) দিকে ইঙ্গিত করে এরদোগান আরো বলেন, সেনাবাহিনী আমাদের। আমি প্রধান কমান্ডার। গত শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান-চেষ্টা শুরু হয়। তুরস্কে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে অভ্যুত্থান-চেষ্টার কথা প্রথম জানান দেশটির প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম। ওই সময় তিনি বলেন, শৃঙ্খলা ভেঙে কিছু লোক অবৈধ পদক্ষেপ নিয়েছে। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে, তাদের চড়া মূল্য দিতে হবে। অভ্যুত্থান-চেষ্টাকালে ২৬৫ জন নিহত হন। অভ্যুত্থান-চেষ্টায় জড়িত সন্দেহে তিন হাজারের মতো সেনাকে আটক করা হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভ্যুত্থান চেষ্টাকারীদের মৃত্যুদন্ড নিয়ে আলোচনা হতে পারে : এরদোগান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ