Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস আক্রান্ত রোগী প্রতিদিন বাড়ছে

এক নার্সসহ আক্রান্ত ২৬ মারা গেছে তিনজন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৭:৫২ পিএম

দেশের দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস আক্রান্ত ‘কেভিড-১৯’ রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত এক নার্স সহ বরিশাল বিভাগের ৬ জেলা থেকে মোট ২৪ জনের দেহে কোরানা ভাাইরাস সনাক্ত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী ও বরগুনাতে মারা গেছেন ৩জন। বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক নার্স সহ ১৯জন চিকিৎসাধীন ছিল। যাদের মধ্যে ৬ জনের রক্তের নমুনায় কোরনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ৭ জনকে ভর্তি করা হয়েছে এ হাসপাতালে। এছাড়া পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠীতে ৪জন করে এবং পটুয়াখালীতে আরো দুজন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এদিকে বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় পূর্ববর্তি ২৪ ঘন্টায় ৬৬০ জন সহ হোম কোয়ারিন্টিনে ছিল ৬ হাজার ১২৩ জন। ইতোমধ্যে আরো ৩ হাজার ৬৭ জন সুস্থবস্থায় কোয়ারন্টিন শেষ করেছে। যার মধ্যে ২৪ ঘন্টায় কোয়ারন্টিন শেষ করেছেন ৯ জন।
গত সপ্তাহে নারায়গঞ্জ থেকে বিভিন্ন পথে দলে দলে মানুষ দক্ষিণাঞ্চলে চলে আসার পরেই এ অঞ্চলে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হবার পাশাপাশি এর সংখ্যাও বাড়তে থাকে। বিষয়টি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পরে পুলিশ-প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করে। ফলে হোম কোয়ারিন্টিনের সংখ্যা ক্রমশ বাড়লেও যে পরিমান মানুষ প্রতিদিন এ অঞ্চলে আসছে, সে তুলনায় কোয়ারিন্টিন নিশ্চিত হচ্ছে না। তবে সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে পুলিশÑপ্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসনও এ ব্যপারে বর্তমানে অনেক সচেতন। দক্ষিণাঞ্চল থেকে তরমুজ নিয়ে যেসব ট্রলার ঢাকা, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে যাচ্ছে, সেসব নৌযানেই ফিরতি পথে নারায়নগঞ্জ এলাকার নারী-পুরুষ ও শিশু দলে দলে ফিরছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ