বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বহন করার জন্য কাল শুক্রবার আসছে ৫টি অ্যাম্বুলেন্স। একই সাথে চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের বহনে দেওয়া হয়েছে দুইটি গাড়ি। বুধবার (১৬ এপ্রিল) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সাড়া দেয় জালালাবাদ এসোসিয়েশন। ওই দিন দুপুরে চিকিৎসকদের বহনে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া একটি হাই-এইচ ও একটি নোহা গাড়ির চাবি সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্রের কাছে হস্তান্তর করা করেন মেয়র আরিফ। মেয়র আরিফ বলেন, চিকিৎসা দিতে চিকিৎসকদের বহনে পরিবহন সহযোগিতার আহ্বান জানাই জালালাবাদ এসোসিয়েশনকে। তারা সাড়া দিয়ে একটি মাইক্রোবাস ও নোহা গাড়ি দিয়েছেন। চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সহ সকল স্বাস্থ্যকর্মীদের বহন করবে এ দু’টি গাড়ি। এছাড়া করোনা রোগীদের বহনে ৫টি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছি। আগামীকাল শুক্রবার হয়তো অ্যাম্বুলেন্সগুলোও হস্তান্তর করা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আরও সাপোর্ট দেওয়া হবে। তবে গাড়ি উপহার দেওয়াতে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান জালালাবাদ এসোসিয়েশনকে তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।