Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিসের ট্রাক হামলাকারী মদ্যপ ছিল, তবে সন্ত্রাসী ছিল না

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নিস শহরে ট্রাক নিয়ে হামলাকারী মোহাম্মদ লাওয়েজ বুহলেল সন্ত্রাসী নয়, ছিল মদ্যপ এবং মাদক ব্যবহারকারী। বুহলেলের স্ত্রীর এক ভাই ওয়ালিদ হামু বলেন, সে ধার্মিক ছিল না, ধর্মকর্ম করত না। কাজেই বুহলেলের পক্ষে একজন জিহাদী হওয়া অসম্ভব। ৩১ বছর বয়সী বুহলেলকে তিরস্কার করে ওয়ালিদ বলেন, বুহলেল কখনো মসজিদে যায়নি, নামাজ পড়েনি, রোজা রাখেনি। সে মেয়েদের পেছনে লেগে থাকতো, নাইটক্লাবে যেত, মদ্য পান করত, শূকরের মাংস খেত, মাদকদ্রব্য সেবন করত। এমনকি যে স্ত্রীর সঙ্গে তার তিনটা সন্তান আছে, তাকে মারধরও করত। এসব কিছুই ইসলামে নিষিদ্ধ। সে ইসলামের কোনো নিয়মই পালন করত না। সে মুসলিম নয়! ঘটনার পর বুলেলের স্ত্রীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী হাজের খালফাল্লাহ জানান, ট্রাকচালক বুহলেলের মধ্যে কখনও মৌলবাদী ভাবধারার লক্ষণ দেখা যায়নি। তবে শারীরিক নির্যাতনের অভিযোগে দু’বছর আগে বুহলেলের সঙ্গে হাজেরের ছাড়াছাড়ি হয়ে যায় এবং হাজের আদালতে তালাকের আবেদন করেন। তাদের ৫ ও ৩ বছর এবং ১৮ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। হাজেরকে পুলিশি হেফাজতে নেয়ার পর বুলেলের অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। খবরে বলা হয়, গত জানুয়ারিতেই ছোটখাটো বিভিন্ন অপরাধের কারণে বুহলেলের নাম পুলিশের খাতায় ওঠে। বুহলেল পণ্য সরবরাহকারী ট্রাকের চালক হিসেবে কাজ করার সময় গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে যায় এবং চলন্ত ট্রাক চারটি গাড়ির ওপর তুলে দেয়। ওই ঘটনায় তার চাকরি চলে যায়। এরপর একটি বার-এ মারামারির জন্য গ্রেফতার হয় বুহলেল। বৃহস্পতিবার বাস্তিল দিবসের উৎসবে মানুষের ভিড়ে ট্রাক নিয়ে ঢোকার সময় আটকায় পুলিশ। তখন পুলিশকে জানায় সে পার্কে আইসক্রিম নিয়ে যাচ্ছে। সে কারণে পুলিশ তাকে ট্রাকসহ ভেতরে ঢুকতে দেয়। পার্কের ভেতর বেশ কয়েক ঘণ্টা বুলেল ট্রাক নিয়ে অপেক্ষা করেছিল। একসময় সে হঠাৎ ট্রাক চালিয়ে ভিড়ের ভেতর ঢুকে পড়ে এবং ২৫ টনের ট্রাকের নিচে ফেলে ও গুলি করে নির্বিচারে হামলা চালাতে থাকে। ডেইলি মেইলের খবরে উল্লেখ করা হয়েছে, গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে এর আগে দুর্ঘটনায় পড়েছিলেন বুহলেল। ওই দুর্ঘটনায় চারটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। গত বৃহস্পতিবার ট্রাকচাপায় হত্যাযজ্ঞ চালানোর কয়েক ঘণ্টা আগে পুলিশ ট্রাকসহ তাকে থামিয়েছিল। এ সময় বুহলেল পুলিশকে জানান, তার ট্রাকে আইসক্রিম রয়েছে এবং ওয়াটার ফ্রন্টের কাছে তাকে ট্রাক পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। বুহলেল একটি ডেলিভারি প্রতিষ্ঠানের চালক হিসেবে কাজ করতেন। তার তিউনিসিয়ার একই গ্রামের উইসাম নামের আরেক চালক দাবি করেছেন, বৃহস্পতিবার রাতেই মদ্য পান করে মাতাল অবস্থায় কয়েকজন সহকর্মীদের সঙ্গে তর্ক করেছেন বুহলেল। এ সময় তা এর এক সহকর্মী বলেছিলেন তুমিতো কিছুই না। জবাবে বুহলেল বলেন, একদিন তোমরা আমার কথা মনে করবে। তিনি বলেন, বুলেল হচ্ছেন এমন মানুষ যে মদ্য পান করে ও গাঁজা সেবন করে। বুহলেলের আরেক প্রতিবেশী হান্নান তাকে সম্পর্ক ও যোগাযোগ রাখার অযোগ্য বলে উল্লেখ করেছেন। তার ওপরের তলাতেই বুহলেল বাস করতেন। হান্নান বলেন, তিনি সব সময় খারাপভাবে আমাদের দিকে তাকাতেন। বাঁকা চোখে তাকানোর ফলে আমরা তাকে এড়িয়ে চলতাম। হামাউ জানান, তার বোন পুলিশের কাছে রয়েছেন। সকাল দশটায় পুলিশ তাকে নিয়ে যায় নিরাপত্তার স্বার্থে। দু’বছর আগেই স্ত্রীর কাছ থেকে আলাদা ছিলেন বুহলেল। ইনডিপেনডেন্ট, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিসের ট্রাক হামলাকারী মদ্যপ ছিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ